News:

বিসমিল্লাহির রাহমানির রাহীমজীবনের জন্য আলোর প্রয়োজন, আলো ছাড়া মানুষের জীবন চলতে পারে না। তাই দিবারাত্র চলাচলের জন্য মহান আল্লাহ্‌ চন্দ্র সূর্যের মাধ্যমে আলোর ব্যবস্থা করেছেন। এই আলো বাহ্যিক অন্ধকারকে দূর করতে সক্ষম হলেও আত্মিক, সামাজিক, রাষ্ট্রীয় অন্ধকার দূর করতে মোটেও সক্ষম নয়। আর এই জন্য প্রয়োজন জ্ঞানের আলো। আর প্রকৃত জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন বলিষ্ঠ সাধনা। নিরন্তর সাধনা দ্বারাই সুশিক্ষা লাভ সম্ভব এবং জীবনের লক্ষ্য অর্জন হয় সহজতর। সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে হলে সময় সম্পর্কেও সচেতন থাকতে হবে।আমরা প্রত্যেকে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে ও ধরে রাখতে চেষ্টা করি। আর সেই শান্তি পূর্ণ পরিবেশ ধরে রাখার জন্য মহান আল্লাহ্‌ তা’আলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ্‌ তা’আলা পবিত্র কোরআনে বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ মানুষকে কল্যাণের পথে ডাকা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা’’। কিন্তু কালের বিবর্তনে আমাদের স্বার্থপরতার কারণে ব্যাক্তি, সমাজ, রাষ্ট্র আজ কলুষিত। তাই কলুষমুক্ত পরিবেশ, দেশ ও জাতি গঠনে ভবিষ্যৎ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। তোমাদের হাতে হবে যোগ্য, দক্ষ, নৈতিকতা সম্পন্ন, দেশ প্রেমিক, সৃজনশীল সুশিক্ষিত, ব্যক্তিত্বপুর্ন আলোকিত মানুষ। তোমুন্সীগঞ্ বিশ্বকে করবে জ্ঞানের আলোয় আলোকিত। তোমরা প্রত্যেকে ব্যক্তিগত ও সমষ্টিগত প্রচেষ্টা চালালে এই সমাজ ও দেশ থেকে অন্যায়ের কালো হাত ভেঙ্গে দিয়ে শান্তির বারতা নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ কেননা আল্লাহ্‌ তায়ালা সর্বদা সত্যের সহায়ক। দুনিয়ার মানুষ তোমার কর্মগুনে তোমাকে স্মরণ করবে। জেনে রেখ কীর্তিমানের মৃত্যু নেই। তাই এসো ছাত্র ছাত্রীরা আমরা অন্তর থেকে হিংসা-বিদ্বেষ, অন্যায়, অন্যায্যতা,ও অশান্তি দূর করে আমাদের সৃজনশীল শক্তি কাজে লাগাই ও আমাদের দেশ ও জাতিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলি। তবেই আমাদের মাঝে শান্তি ও আনন্দ বিরাজ করবে এবং দেশে প্রবাহিত হবে আনন্দধারা। মহান আল্লাহ্‌ আমাদের সহায় হোন। শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।

মোঃ মাকছুদুর রহমান মোল্লা,

প্রধান শিক্ষক, আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়,

আড়িয়ল, টংগিবাড়ী, মুন্সীগঞ্জ।